অথচ সে
সবকিছুতেই আমার বিপরীত।
আমাদের প্রেমিকারা সহোদরা।
বনকুসুম ও জ্যোৎস্নার মতো এই
সম্পর্কের মাঝে শেয়ালের ডাক কখনো কখনো ঢুকে পড়ে। জোনাকিও উঁকিঝুঁকি দেয়।
বাংলা সাহিত্যের ব্যাতিক্রমী প্রয়াস। সকলের কবিতা, গল্প, প্রবন্ধ সমন্বয়ে হয়ে উঠুক এক সমৃদ্ধ সাহিত্য সম্ভার। চন্দ্রকোণা ★ পশ্চিম মেদিনীপুর ★ পশ্চিমবঙ্গ সম্পাদক – সন্তু মুখোপাধ্যায় || মোবাইল নং - ৯৭৪৯৯৪৮৪৬৪
শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন