বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিলাপের গান / মঙ্গলপ্রসাদ মাইতি


একটা কালো ভ্রমর বারেবারেই আমার 
কাছে এসে ঘুরপাক খাচ্ছিল
কখনো মুখের কাছে, কখনো চোখের কাছে 
কখনো কানের কাছে এসে ডানা ঝাপ্টাচ্ছিল
তাড়াতে চাইলাম, শুনল না আমার কথা
নদীর ধার ঘেঁষে একটা আকন্দ গাছ-
এগিয়ে গেলাম সেখানে 
কালো ভ্রমরটা বুঝি খুঁজে পেল মুক্তির পথ 
আমাকে ছেড়ে আকন্দের ফোটা ফুলে বসল
আমার বুকে তখন বিলাপের গান, বুঝলাম 
কিছু একটা হারিয়েছি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আলতো করে পাতো কান / আমির হামজা

শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা  সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...