কাছে এসে ঘুরপাক খাচ্ছিল
কখনো মুখের কাছে, কখনো চোখের কাছে
কখনো কানের কাছে এসে ডানা ঝাপ্টাচ্ছিল
তাড়াতে চাইলাম, শুনল না আমার কথা
নদীর ধার ঘেঁষে একটা আকন্দ গাছ-
এগিয়ে গেলাম সেখানে
কালো ভ্রমরটা বুঝি খুঁজে পেল মুক্তির পথ
আমাকে ছেড়ে আকন্দের ফোটা ফুলে বসল
আমার বুকে তখন বিলাপের গান, বুঝলাম
কিছু একটা হারিয়েছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন