বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

অভিমানী / নীলোৎপল জানা


হোয়াটস্যাপে চোখ রাখতে চমকে উঠলাম... 
সে আর নেই !
আকাশ যেন ভেঙে পড়ল মাথায় 
বহুবার বলেছে সে কথা--
হতাশা, বেদনা, আর যন্ত্রণা... 
বোঝা হয়নি ঠিকভাবে এত অভিমান ছিল, দুঃখ ছিল, নির্বাক স্রোতা হয়ে আমিও...

ক্ষমতার দম্ভে যে বিবেকহীন হয়ে গেল 
তাকে কে ক্ষমা করবে?
ছিঃ ক্ষমতালোভী পিশাচ তুমি অলক্ষ্যে খুন করলে।

এখন সে আনন্দে আছে 
আমি একা বেদনার বালু চরে 
সমুদ্রের ঢেউতে এই বালুচর যেন 
আস্তে আস্তে সরে যাচ্ছে পায়ের তলা থেকে 
সে চলে গেল অভিমানে 
অভিমানী রাধা শেষে রং খেলে ছিল 
আর অভিমানী নীলিমা সকলের অলক্ষ্যে  নীলিমায় মিশে গেল।

1 টি মন্তব্য:

আলতো করে পাতো কান / আমির হামজা

শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা  সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...