বসন্ত এসেছিল রাজ বেশে
একটা কোকিল তখনও সঙ্গীহীন, অভিমানী
কে বা কারা যেন বলেছিল তার সঙ্গী হবে
কিন্তু, ওখানেই বন্ধ হয়েছে দক্ষিণ পাল্লা৷
উলঙ্গ শিমুলের মগডালে বসে
সারাদিন বিলাপ করে শূন্য হৃদয়, কখনো বা রাতেও
জমে থাকা অভিমান ক্ষোভগুলি কখন যে
সর্বহারা বাউল হয়েছে তা আর বুঝে ওঠা হয়নি!
তবু বলব - অশোক, পলাশ তুমিই নিও
আমাকে নাহয় কুরচি ফুলই দিও
অভিধা না থাকুক, বসন্তের অতিথি যখন ভালো ঠিক বাসবেই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন