শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

আমি আর একাকী প্রজাপতি / প্রবীর কুমার ঘোষাল


একটা মায়াময় নিশা...
একটা নির্জন ঘরে আমি আর একাকী প্রজাপতি -
আমার একলাকার ঘরে বেঁধেছে সে বাসা
রাত্রি তখন সবে দ্বিপ্রহর অতিক্রান্ত
ফুল সংগ্রহ করে শয্যায় সজ্জিতা সে 
সদ্য নিদ্রাভঙ্গ হয়ে বিছানায় বসে আমিও।
ডাগর দুই আঁখিতে তার মায়াবী নেশা -
বিরহী দৃষ্টিতে সে আমায়  কাছে পেতে চাই 
তবে সে আজ তার বর্ণময় দুই ডানা বদলেছে
তার সুগঠিত কলেবরে রেখেছে  নীলাকাশের কাছ থেকে ধার নেওয়া আমার প্রিয় নীল রং,
ঘরের কার্নিশে বসে দুই ডানা মেলে আমায় আলিঙ্গণ করার আকাঙ্খায় -
আমার প্রেয়সীর বেশে সে একটা একটা রাত্রির প্রহর গুনে চলে।
নির্জন রাত্রির ঝিঁঝিঁর ডাকে রাত আরও গভীর হয় - 
সাক্ষী থাকা মধুময় এই নির্জন রাত হয়তো আমার আর প্রজাপতির জন্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আলতো করে পাতো কান / আমির হামজা

শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা  সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...