শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

নদীমাতৃকা / মৌপর্ণা মুখোপাধ্যায়



নৌকাটা বহুদিন ঘাটেই পড়ে আছে।
নদী বড়ো শুকনো
বালির স্তুপ জড়ো হয়েছে নদীর বুকে।
নৌকাটির ওপরেও পলি জমে গেছে
একটা অশ্বত্থ গাছ ডালপালা মেলে উঠে দাঁড়িয়েছে
 তপ্ত দুপুরে 
একটি মেয়ে অকৃপণ ছায়ায় জড়িয়ে নিয়েছে নিজেকে
এবার সে ভিজতে চায়
কিন্তু নদী এখনও শুকনো
নদীর বুকজুড়ে গজিয়ে উঠেছে দুর্ভিক্ষের মুখ।
হোয়াংহো কিংবা ইয়াং সি কিয়াং দেখি নি কখনও
প্রয়োজন নেই
শিলাই দেখেছি, কাঁসাই দেখেছি
দেখেছি রূপনারায়ণ বা আরও অনেক নদী।
দুর্ভিক্ষের চাদর ছিঁড়ে 
নদী তুমি জননী হও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আলতো করে পাতো কান / আমির হামজা

শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা  সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...