বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

সহজ গান / সুমিত মণ্ডল


যে সব দিনে তোমায় খুঁজি সঙ্গপণে 
বুকের ভিতর দরজা ভাঙে বিভীষণে 
একচিলতে তোমায় দেখা, সুখটুকু যে ভীষণ প্রিয় 
সেসব কথা রাজপথের এই শহর জানে।

তোমার ছবি বিজ্ঞাপনে, শহর জুড়ে 
হারিয়ে যাওয়া পথের মোড়ে যুদ্ধ করে 
তবুও আমি তোমায় খুঁজি সহজ গানে 
নরম ঘুমের চোখের স্নানে ...
সেসব কথা রাজপথের এই শহর জানে।

আঁধার বাড়ে বুকের ভিতর, তোমায় ছাড়া 
তোমার ছায়ার সঙ্গ চেয়ে দিশেহারা 
ক্লান্ত হয়েও হাজার মাইল তোমার পাশে 
শেষ ঠিকানায় খুঁজতে চাওয়া ভালবেসে। সহজ গানে 
সেসব কথা রাজপথের এই শহর জানে।

1 টি মন্তব্য:

আলতো করে পাতো কান / আমির হামজা

শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা  সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...