বুকের ভিতর দরজা ভাঙে বিভীষণে
একচিলতে তোমায় দেখা, সুখটুকু যে ভীষণ প্রিয়
সেসব কথা রাজপথের এই শহর জানে।
তোমার ছবি বিজ্ঞাপনে, শহর জুড়ে
হারিয়ে যাওয়া পথের মোড়ে যুদ্ধ করে
তবুও আমি তোমায় খুঁজি সহজ গানে
নরম ঘুমের চোখের স্নানে ...
সেসব কথা রাজপথের এই শহর জানে।
আঁধার বাড়ে বুকের ভিতর, তোমায় ছাড়া
তোমার ছায়ার সঙ্গ চেয়ে দিশেহারা
ক্লান্ত হয়েও হাজার মাইল তোমার পাশে
শেষ ঠিকানায় খুঁজতে চাওয়া ভালবেসে। সহজ গানে
সেসব কথা রাজপথের এই শহর জানে।
সুন্দর ♥️
উত্তরমুছুন