বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আলোর বিপরীতে / ড. বিশ্বজিৎ বাউনা


হিংসে পড়ে আছে তার বুকেরই আড়াআড়ি।
নদীর চরে একাকী কাঁপে উগ্র যাযাবর শীত।
ক্রমে ক্ষয়ের দিকে হেলে যায় ভালোবাসার বাড়ি,
ভালোবাসা জীবনের প্রয়োজনে প্রণম্য অমৃত।

দেখি রোদে ভেজা বিকেল দোল খায় পাতার কোষে,
সে আত্ম-জখম সেরে ওঠে পড়শীর ছায়া লেগে।
কার তবে চোখ লাল? মুখ ফেরানো মৌন আক্রোশে!
পাশাপাশি মৌন প্রহরে অকাম্য ভাঙচুর জেগে।

চোখে পড়েছে শ্রম? আলোর পিঠে কত ছুরি পোঁতা?
বনসাই হৃদয়ে সে শ্রমিকের মৃত হাড়গোড়?
অক্ষর ছেড়ে চলে গেছে চাঁদ, রাখেনি সমঝোতা।
জানে কত চিৎ রাতের শেষে আসে ইউরেকা ভোর?

আজ এই আধমরা খোসা উড়ে আসে মুগ্ধ ঘাসে---
কুটিল উল্লাস জড়ো হয় ছায়া হারানোর ত্রাসে।

৪টি মন্তব্য:

আলতো করে পাতো কান / আমির হামজা

শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা  সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...