স্বপ্নখচিত,উৎকীর্ণ লিপি,অপরিচিতা?
সুন্দরের হাতে সবচেয়ে ধারালো অস্ত্র
তার নিচে মাথা নত করে বসে আছে
কবি এবং কাব্যের প্রতিটি পাতা...
কৃপা,অমরত্বের অলিখিত স্পর্শ, সঙ্গ,ঘাম...
লন্ডনের কুমারী বৃষ্টি নন্দীগ্রামের অজপাড়াগাঁয় প্রেমে হতে চায় বাইজানটিয়াম...
বাংলা সাহিত্যের ব্যাতিক্রমী প্রয়াস। সকলের কবিতা, গল্প, প্রবন্ধ সমন্বয়ে হয়ে উঠুক এক সমৃদ্ধ সাহিত্য সম্ভার। চন্দ্রকোণা ★ পশ্চিম মেদিনীপুর ★ পশ্চিমবঙ্গ সম্পাদক – সন্তু মুখোপাধ্যায় || মোবাইল নং - ৯৭৪৯৯৪৮৪৬৪
শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...
অসাধারণ একটি কবিতা।কবিরাই স্বপ্ন দেখাতে পারেন।
উত্তরমুছুন