শিশিরে ধুয়ে যায় লক্ষ্মী বারের আলতা
লাল হয়ে ওঠে কেসুতি ফুল
ভাবছি কেন এই যাত্রা
শস্যের পর শস্য কাটার ভীড়
বিল শামুক গেঁড়িতে পায়ের পাতা ফালা ফালা করে
গোলা ভরানোর সাধ স্বপ্ন
কেন সে পালায় না যেখানে দোকানের মতো সাজানো রয়েছে সুখ
শরীর কুসুমের সৌরিন ছড়িয়ে লুটে নেয় না আজ কাল পরশুর তৃষ্ণাজল
কেন খড়ের চালায় এত ফেরার টান
আপনি কখনো এ নারীকে ভালোবাসতে পারেন না
হাঁটতে হাঁটতে কখন তার বুক থেকে সরে গেছে আঁচল
সর্ষে ফুলের মত স্তন মেখে নিয়েছে এক আঙুল রোদ
বাঘচোখ শুষে নিয়েছে তার ঋতু রক্ত বসন্ত
মেয়েটির নাম শীত
শরীরময় কুয়াশা নিয়ে সে হাঁটছে কবরডাঙার দিকে
শুয়ে আছে ধ্যানমগ্ন ঋষির মতো এককাঠা ঘেসোজমি,বহু সুদূরের জীবন বাসনা,অভীপ্সা –
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন