মাঝে মাঝে খুব জোরে চিৎকার করতে ইচ্ছে হয়
মনে হয় সবাইকে বলি-
মনের ইতিকথা।
কিভাবে জ্বলছে অলিন্দ নিলয়
তাই কেউ জানবে না!
কেউ জানতেও পারবে না হৃদয়ে
ঘটে যাওয়া কুরুক্ষেত্রের কাহিনি
শুধু অপেক্ষা সেই মহাপ্রলয়ের
যেদিন শরীর নামের এই বিশাল অট্টালিকা
সবার অলক্ষ্যে সলিলসমাধি হবে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন