রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

সমাধি / সন্তু মুখোপাধ্যায়

যে জন্ম নেয় এইমাত্র 
তার নাভিতে লেগে -
ছিন্নমূল ভালবাসার চিহ্ণ। 
হাতগুলো জঠরের রক্ত মেখে
ছুঁয়ে ফেলে সীমান্তের প্রহর
পরিখার গণ্ডি আঁকার সময়
তিন'ফুট ছেড়েছিল বোধহয়
একটা সমাধির জন্য ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আলতো করে পাতো কান / আমির হামজা

শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা  সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...