রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

ভোর / অমৃতা খেটো

শেষ রাতে মৃদু ঢেউ ওঠে
নবীন পাতারা ওই শঙ্খচূর্ণ ভোরে
উলুধ্বনি দেয় -
ঘুমের কালরাত্রি কেটে যায় সুরে সুরে

টুপটাপ হিজলের ফুল ঝরে পড়ে
সুগন্ধি মেখে নেয় জল
প্রসাধনপ্রিয় এই সরোবরে স্নান সারে
চিত্রিনী হরিণীরা --
ভোরের বাতাস আল্পনা এঁকে দেয়
কবির দোমেটে ঘরের উঠোনে
কবি লিখে রাখেন
দু একটি চরণ
কবি তো দার্শনিক
কাব্যরসে জারিত হতে চান..


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আলতো করে পাতো কান / আমির হামজা

শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা  সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...