বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

ভৌগোলিক সীমারেখা / দুঃখানন্দ মণ্ডল

নদী পার হয়ে আমার ঘরে ফেরা 
ঘরময় নির্জনতা আর এক রাশ শূন্যতা 
উত্তরের জানালাটা বন্ধ… দূর থেকে শালিক পাখির ডাক শোনা যায়
দক্ষিণের জানালাটি খুলে দিয়েছি। অজানা নারীকণ্ঠ কানে ভেসে আসে
ওদের ভাষা আমাকে স্পর্শ করতে পারেনি… ছুঁতে পেরেছি মন
ওরা অপেক্ষা করে প্রিয় মানুষটির ঘরে ফেরার সময়ের দিকে তাকিয়ে। 

প্রতিটি বিকেল হাতছানি দেয় ঘরে ফেরার
বৈতরণী নদী পেরিয়ে আমার ভাড়া ঘর, আমার একলা থাকার ঘর
পাখিটি রোজ অপেক্ষা করে আমার উত্তরের জানালার পাশের আমগাছে 
অনুভূতি অনুভব ও হয়তো বোঝে না… আমি জানি জানালার বিপরীত প্রান্তে শালিকটি আছে। 
.
.
.

তুমি সে দিন বলেছিলে ফিরে এসো দিনশেষে… 

তোমার হাতের তালুতে সদরদরজা চাবি দিয়ে বলেছিলাম; সাবধানে থেকেও… 

বৈতরণী নদী পেরিয়ে আমার ভাড়া ঘরে নির্জনতা বাস করে…

1 টি মন্তব্য:

আলতো করে পাতো কান / আমির হামজা

শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা  সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...