কুরেকুরে খেয়ে নিচ্ছে রাতের ঝিঁঝিঁরা
বাতাসও জানান দিয়ে গেছে রাতের রাতচরা
বৈধব্য ভেঙে উজান খুঁজছে আজকাল
পাখিরাও নিস্তব্ধ অভিসার ভেঙে নিচ্ছে পাঠ
'যতদিন বাঁচি ততদিন শিখি'র...
এই নির্জন দ্বীপে সঙ্কেতকুঞ্জে ঘুমিয়ে পড়ে ফুলেরা
উত্তাল ঘূর্ণি নেই,তরঙ্গ আছে, ঢেউ উঠে
দুরন্ত গতি,অববাহিকায় ভাঙে চৌকাঠ
সমুদ্রসৈকতজুড়ে বিষাদের ঘুম ভাঙায় মৎসজীবীরা
চন্দ্র কোনা তুমি কি শুধু রাজা ও মন্দিরের...
নাকি, শরীরজুড়ে একটা নির্জন দ্বীপ
যেখানে চিতারাও ঘুম থেকে জেগে উঠে ঘুমিয়ে পড়ে
রামকৃষ্ণ তোমার শরীরজুড়ে বল্কলেরা নেমে আসে
রাতও মাঝে মাঝে পরিযায়ী ডানা ভাসিয়ে দেয়
খুলে খুলে পড়ে তোমার ক্লান্তিময় ডাক...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন