বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

প্রবাসলিপি / মধুমিতা বেতাল

ও-গ্রামে কোনো মন্দির নেই, ঘর আছে।
জটায়ুর বংশধরেরা ডানা খুলে শুকোতে দেয়
চিবুক তুলে বসে থাকা বল্মীক স্তনের ওপর।

অবিশ্রান্ত বৃষ্টিধারাতেও যে-পথ চিরকাল
ফণাহীন নাগের মতোই পড়ে থাকে, তাকে
নির্বিকল্প সমাধির গল্প শোনানো বেমানান।

আমি আজও বুঝি না, ফুলের ওপর 
দেবতাদের কিসের এত রাগ-অভিমান? 
মৃত্যুর প্রতিই বা কিসেরই এত প্রেম!

বুকের একপাশে শ্মশান আর একপাশে যজ্ঞের
আয়োজন সাজিয়ে ধ্যানে বসেন বীরভদ্র,
এ-শরীরে কোনো স্বর্গ নেই, আছে সনাতন মেঘ।

আজও বুঝি না, কেন আমার দেহে আমিই প্রবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আলতো করে পাতো কান / আমির হামজা

শব্দের বাঁকা পথ জানান দেবে গভীরতা কত শুধু একটু টোকা দাও কান পেতে শুনো —প্রতিধ্বনি সিঁথি টানা  সোনামুখি ধানগাছ —উত্তর দক্ষিণে দোলন উন্মাদ বকে...