বড়ে গুলাম আলী খানের মতো ভিটিমাটি ত্যাগ করে চলে যেতে পারি
ওস্তাদজী বুঝেছিলেন, ধর্মীয় মৌলবাদ তাঁর কণ্ঠ থেকে উত্তাপ কেড়ে নিতে চায়
দাঙ্গার রক্তাক্ত রূপ তাঁর জিহ্বাকে আড়ষ্ট করছিল ক্রমশ
একদিন মাটিকে প্রণাম করে কালো পর্দার আড়াল উপেক্ষা করে তিনি চলে এসেছিলেন হিন্দুস্তান।
আমিও এই বঙ্গ মানচিত্র ছেড়ে চলে যেতে চাই
যেখানে সন্দেশখালির মতো ধর্ষণ নাই—যেখানে রাস্তাঘাটে ব্যভিচার নাই–
মাটি লুঠ বালি লুঠ কয়লা লুঠ ও গরুপাচার নারীপাচার নাই।
এত লুঠ আর চৌর্যবৃত্তি আগে ছিল না-–মাটি ও মানুষের চরিত্রবদল আগে এত ছিল না
এত ঘৃণা ও অবিশ্বাস আগে ছিল না এই বাংলায়
এত অভিনয় দেখতে দেখতে এত বহুরূপীর নাচ দেখতে দেখতে মনে হয় এই ভূমি ও ভূমা আমার নয়।
যখন তখন আমার গলার স্বর ভেঙে যাচ্ছে—চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে
তাই এই মাটিজল ছেড়ে তোমার কাছে চলে আসতে পারি, বুকে রেখো আলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন