একলা ফেলে সবাই তখন পালিয়ে গেছে
কোপাই তীরে।
বিকেল রঙে নিঝুম সারা ভুবনডাঙা,
কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম অমলতাস গাছের তলায়
ঠিক মনে নেই।
ঠিক মনে নেই পালিয়ে যাওয়ার কারণ তাহার।
শুধু মুঠোর ভিতর করবী ফুল
দিয়েছিলন যাওয়ার আগে!
সেই তো আমার পরম পাওয়া!
সবাই যখন বুক পকেটের জন্য আকুল,
বিনিদ্র রাত কাটাই শুধু প্রেমের নামে কাব্য লিখে।
সেই তো আমার পরম পাওয়া!
নইলে হয়তো মরেই যেতাম কোনদিনই।
বুক পকেটের মধ্যে রাখি করবী ফুল,
যেমন করে আগলে রাখে রঞ্জনকে নন্দিনী…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন